ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার কমিটি পুনর্গঠন

ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২১ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে সভাপতি, ইয়াছিন আরাফাতকে সহ-সভাপতি এবং খায়রুল আহসান মারজানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি পুনর্গঠন করা হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম.এ হাসিব গোলদার, ঢাবি শাখার সাবেক সভাপতি মো. ওমর ফারুক ও শফিকুল ইসলাম।
এইচআর/এসকেডি