প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবির কর্মসূচি ঘোষণা

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১০ পিএম


প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এইচআর/এসকেডি

Link copied