ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৯ পিএম


ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ২০২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ২ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৩ জুলাই ডিনস কমিটির এক জরুরি সভায় করোনা পরিস্থিতি অবনতির কারণে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্টের পরিবর্তে ২ অক্টোবর নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, আরও এক দফা তা পেছাল।

এইচআর/এইচকে 

Link copied