কাজে অনিয়ম, ঢাবির তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৬ পিএম


কাজে অনিয়ম, ঢাবির তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কাজে অনিয়মের অভিযোগে তিনজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, বিদ্যুতের সরঞ্জাম ক্রয়ে অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) লুৎফর রহমানসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে সিন্ডিকেট থেকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে বরখাস্ত হওয়া প্রকৌশলীদের নাম জানাতে পারেননি তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মো. জাকির হোসেন নামে একজন ডেমনস্টেটরকে শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ নানান অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলে জানান অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

এইচআর/এসকেডি

Link copied