জালিয়াতি রোধে সর্বোচ্চ নজরদারি রয়েছে: চবি ভিসি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

০১ অক্টোবর ২০২১, ১২:৫৯ পিএম


জালিয়াতি রোধে সর্বোচ্চ নজরদারি রয়েছে: চবি ভিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, পরীক্ষা চলাকালীন সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি, আমরা এই সুনাম অক্ষুণ্ন রাখতে সদা প্রস্তুত। চবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন আইনশৃংখলা বাহিনীর সার্বক্ষণিক তদারকি রয়েছে, পাশাপাশি আমাদের প্রক্টরিয়াল বডি আছে। স্বাস্থ্যবিধির বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দূরত্ব বজায় রেখে পরীক্ষায় বসানো হয়েছে শিক্ষার্থীদের।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার হল পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।

এদিকে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়। যা শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। এই ইউনিটে চবি কেন্দ্রে ১১ হাজার ১৯৪ ভর্তিচ্ছু পরীক্ষায় বসেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও ‘চ’ ইউনিটের পরীক্ষায় প্রায় ১ হাজার জন ভর্তিচ্ছু চবিতে পরীক্ষা দেবেন।

এমএসআর

Link copied