করোনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন (ইন্না...রাজিউন)। রোববার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মারুফ হোসেন মিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন মারুফ।
মারুফের সহপাঠী সূত্রে জানা যায়, প্রচণ্ড পেট ব্যথার কারণে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর করোনাভাইরাস পরীক্ষা করা হলে শনিবার (২৩ জানুয়ারি) পজেটিভ আসে এবং রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।
এদিকে মারুফের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক-সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন শোকবার্তা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এক শোকবার্তায় মারুফের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক বার্তায় উপাচার্য দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসআর