কুবিতে ২৪ মিনিট পর কেন্দ্রে ঢুকলেন পরীক্ষার্থী

গুচ্ছভূক্ত পরীক্ষার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ২৪ মিনিট পর হলে প্রবেশ করলেন এক পরীক্ষার্থী। রোববার (২৪ অক্টোবর) সোয়া ১২টার পরে এ ঘটনা ঘটে।
প্রবেশপত্রের নির্দেশনাবলীতে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের কথা বলা থাকলেও ওই শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর কেন্দ্রে প্রবেশ করেন। পরবর্তীতে তার প্রবেশপত্র যাচাই করে ১২টা ২৪ মিনিটে হলে ঢুকতে দেন পরীক্ষা কমিটি।
এ বিষয়ে গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র 'খ' ইউনিটের আহ্বায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ওই শিক্ষার্থীর পরীক্ষা আমরা আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং তার উত্তরপত্র আলাদা খামে পাঠানো হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
নির্ধারিত সময়ের এত পরে কেন্দ্রে প্রবেশের পরও কেনো তার পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলো- এমন প্রশ্নে অধ্যাপক শরীফুল করীম বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি থেকে আমাদেরকে পরীক্ষার্থীদের প্রতি মানবিক থাকতে বলা হয়েছে। তবুও এ ব্যাপারে কোনো সমস্যা হলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে।
মহিউদ্দিন মাহি/আরআই