ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৬ অক্টোবর ২০২১, ০৫:৫১ পিএম


ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

১ম পর্বে সাধারণ জ্ঞান পরীক্ষায় নির্বাচিত ১৫৪০ জন ভর্তিচ্ছু আবেদনকারী অংকন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করে।

এইচআর/এসএম

Link copied