ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ডো-ইয়ংআ-এর নেতৃত্বে ১৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা তরুণ উদ্যোক্তাদের তুলে ধরতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়াতে একটি পাইলট প্রকল্প উদ্বোধনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর উদ্বোধন হতে পারে।
শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই পাইলট প্রকল্প বাস্তবায়নে সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য কোইকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এই পাইলট প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং তরুণ প্রজন্ম ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এইচআর/এইচকে