১৫ পদের ১৪টিতেই জয়ী আওয়ামী লীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে সভাপতিসহ ১৪টি পদেই আওয়ামী পন্থী হলুদ প্যানেলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। অন্যদিকে শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই জাহান।
এতে অন্যান্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মাইনুল হক, কোষাধ্যক্ষ ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড.আব্দুস সামাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, চিত্রকলা- প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. বনি আদম, নৃবিজ্ঞান বিভাগের ড. আলতাফ হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মতিকুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অমিত কুমার দত্ত, ফার্মেসির ড. রনক জাহান, হিসাব বিজ্ঞান বিভাগের কামরুল হাসান শোভন, রসায়নের ড. রেজাউল হক আনসারী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।
মেশকাত মিশু/আরআই