বাকৃবি অফিসার পরিষদের সভাপতি খাইরুল ও সম্পাদক আমজাদ 

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি

০৯ ডিসেম্বর ২০২১, ১০:৪৭ পিএম


বাকৃবি অফিসার পরিষদের সভাপতি খাইরুল ও সম্পাদক আমজাদ 

খাইরুল আলম ও আবুল বাসার আমজাদ। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. খাইরুল আলম ও মো. আবুল বাসার আমজাদ। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের অফিসারগণ নির্বাচনে ভোট প্রদান করেন। 

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক সমরজিত বৈশ্য চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুল আলম, দফতর ও প্রচার সম্পাদক মো. মাহমুদুল কবীর খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শিবলী নোমান, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মো. জিল্লুর রহমান, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভীন, সদস্য মো. রাকিবুল করিম, মো. আতিকুজ্জামান, শাহজাহান কবীর, মো. আব্দুল মান্নান, আসিফ মো. হামজা তালুকদার, আহম্মদ আশফাক জামিল।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/আরআই

Link copied