পবিপ্রবিতে প্রথমবারের মতো হিম উৎসব অনুষ্ঠিত 

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পটুয়াখালী 

১০ ডিসেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম


পবিপ্রবিতে প্রথমবারের মতো হিম উৎসব অনুষ্ঠিত 

প্রথমবারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন হিম উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় টিএসসি সংলগ্ন বকুলতলায় এই উৎসবের আয়োজন করা হয়। 

২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে প্রথম বারের মতো শীতকালীন হিম উৎসব অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় উৎসব পালন শুরু হয়ে রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি হয়। এই হিম উৎসবে শিক্ষার্থীরা সংগীত অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা দলে দলে উৎসব স্থলে ভীড় জমায়।

পবিপ্রবির বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাকিব বলেন, শীতকালীন এই হিম উৎসব বিশ্ববিদ্যালয়ে এবার প্রথম অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে প্রতি বছর হিম উৎসব পালন করা হবে। 

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরআই

Link copied