কুবিতে বিজয় দিবস ম্যারাথন-২০২১ এর আয়োজন

মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে 'বিজয় দিবস ম্যারাথন-২০২১'।
আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন প্রতিযোগিতাটি। রবিবার (১২ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজয়পুর রেলক্রসিং থেকে শুরু হয়ে রাজার খোলা, সিসিএন কলেজ মোড় ও আনসার ক্যাম্প হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শেষ হবে এই ম্যারাথন প্রতিযোগিতাটি।
এ বিষয়ে জানতে চাইলে শা.শি.বির সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
জাভেদ রায়হান/আরআই