আমরা বিত্তে নয়, চিত্তে বড় হব

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুদ্ধিজীবীদের স্মরণে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর যাঁদের আমরা হারিয়েছি সেই সূর্য সন্তানদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। পাকিস্তান হানাদার বাহিনী, বাঙালি জাতির সূর্য সন্তান যাঁরা দিক নির্দেশনা দিত তাঁদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। তাঁদের অভাব আমরা উপলব্দি করছি মর্মে মর্মে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছে। যে পাকিস্থান থেকে আমরা আমাদের সূর্য ছিনিয়ে এনেছি, সব সূচকে সেই পাকিস্তান থেকে আমরা এগিয়ে রয়েছি। আজ ১৪ ডিসেম্বর আমাদের শপথ নিতে হবে। আমরা বিত্তে নয়, চিত্তে বড় হব। সচ্ছল না হয়ে আমরা শিক্ষিত হব। তবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে পারব।
এ ছাড়া শহীদদের স্বরণে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধু’র প্রতিকৃতির পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচির সমাপ্তি হয়।
জাভেদ রায়হান/আরআই