বিজয়ের বর্ণিল সাজে ঢাকা কলেজ

স্বাধীনতার ৫০ বছরে পা রাখল বাংলাদেশ। পুরো জাতির আবেগ উচ্ছ্বাসে বিজয়ের আনন্দ। পিছিয়ে নেই রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজও। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই ক্যাম্পাস জুড়ে বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে বিজয়ের ৫০ বছর বরণ করে নিতেই এই আয়োজন। এবারের আয়োজনে বাড়তি আনন্দ যোগ করেছে সুবর্ণজয়ন্তী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয় দিবসে শহীদদের স্মরণে প্রধান ফটক সাজানো হয়েছে লাল সবুজের বর্ণিল আলোয়। প্রশাসনিক ভবন, নতুন ভবন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়। প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন এবং ক্যান্টিন চত্বর পর্যন্ত রাস্তার দুপাশেই আলোকসজ্জা করা হয়েছে। বাদ পড়েনি বিজয় চত্বর, স্বাধীনতা চত্বর ও শহীদ মিনারও। চোখ ধাঁধানো আলোকসজ্জার ঝলকানিতে ঘুরে বেড়াতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।
কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, বিজয় দিবসের আনন্দের সঙ্গে বর্ণিল আলোকসজ্জা দেখে মনটা ভরে উঠেছে। চারদিকেই উৎসবের আমেজ। যাদের ত্যাগের বিনিময়ে এ বিজয় পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা।
আরেক শিক্ষার্থী আসাদুজ্জামান নূর বলেন, মহান বিজয় দিবসে শহীদদের স্মরণ করছি। ক্যাম্পাস জুড়ে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। খুবই ভালো লাগছে। ১৬ ডিসেম্বরও দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ‘মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনা’ পর্বটির প্রতিই আমার বেশি আগ্রহ। আশা করি চমৎকার একটি দিন পার করব।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মনেপ্রাণে উদ্দীপ্ত করার জন্য এবং স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে আমারা প্রস্তুত। আশা করছি এসব কর্মসূচি একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে উৎসাহিত করবে।
ঢাকা কলেজে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন। দুপুর ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
দুপুর দেড়টায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ঢাকা কলেজ মসজিদে বিশেষ দোয়া।

বিকেল ৩টায় মুক্তিযোদ্ধাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি উপস্থাপন অনুষ্ঠান। স্মৃতিচারণ করবেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সীমন।
বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী দেশব্যাপী যে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন স্বাস্থ্যবিধি মেনে পতাকা হাতে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান।
এছাড়াও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে।
আরএইচটি/ওএফ