বিজয় দিবসকে স্বাধীনতা দিবস লিখলেন রাবির হল প্রাধ্যক্ষ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

১৬ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ পিএম


বিজয় দিবসকে স্বাধীনতা দিবস লিখলেন রাবির হল প্রাধ্যক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান বিজয় দিবসকে স্বাধীনতা দিবস উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ। বুধবার (১৫ ডিসেম্বর) হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হলের নোটিশ বোর্ড, ডাইনিং, ক্যান্টিনসহ বিভিন্ন স্থানে সাঁটানো বিজ্ঞপ্তিটি শিক্ষার্থীদের নজরে আসে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭টা ৫মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬টা ৪৫মিনিটে সকল আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

Dhaka Post

 এ বিষয়ে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, এই ভুলগুলো অনেক বেশি স্পর্শকাতর। নিষ্ঠা, আন্তরিকতার অভাবে এ ধরণের ভুলগুলো আমরা প্রায়ই করে ফেলি। আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। সাধারণত কোনো বিষয় জনসম্মুখে প্রকাশের পূর্বে আমাদের উচিত সেটা পুনরায় যাচাই করে নেওয়া। 

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. রওশন জাহিদ বলেন, প্রতিদিন অনেক কাগজেই স্বাক্ষর করা হয়। হলে গিয়ে বিষয়টি দেখে বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলেছি। 

মেশকাত মিশু/আরএআর

Link copied