নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন সৌমিত্র শেখর

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ  

১৯ ডিসেম্বর ২০২১, ০৭:২২ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন সৌমিত্র শেখর

ড. সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য পদে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সৌমিত্র শেখর দে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এক পত্র দিয়ে যোগদান করেন তিনি। এরমধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা ও স্বাগত জানান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। যোগদানের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য ও জাতীয় কবি নজরুল ইসলামের ভাস্কর্যের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. সৌমিত্র শেখর।

এরপরে তিনি বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সভায় মিলিত হন। সেখানে তিনি উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় নিজের বক্তব্যে আগামী ৪ বছর বিশ্ববিদ্যালয় পরিচালনায় একাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হবে জানিয়ে প্রফেসর ড. সৌমিত্র শেখর দে বলেন, আপনারা আমাকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস উপহার দিলে আমি ২ বছরের মধ্যে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারব বলে প্রত্যাশা করছি।

এর আগে, গেল বুধবার অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

উবায়দুল হক/এমএসআর

Link copied