সিলিং ফ্যানে ঝুলছিল চবি শিক্ষার্থীর লাশ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি 

০৩ জানুয়ারি ২০২২, ০২:৩৯ পিএম


সিলিং ফ্যানে ঝুলছিল চবি শিক্ষার্থীর লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহাজালাল হলের সামনে অবস্থিত এস আলম কটেজ থেকে অনিক নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১ টায় কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অনিক মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি রাঙামাটি জেলায়।

কটেজের বাসিন্দারা জানান, গতকাল রাতে অনিক তার নিজের রুমে প্রবেশ করে। রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় সে একা ছিল। পরে সকাল ১১টার পরও তার রুম থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।  

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে। তবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। তিনি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

রুমান/এমএসআর

Link copied