ঢাবি ক্রিমিনোলজি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

১৬ জানুয়ারি ২০২২, ১০:১৫ পিএম


ঢাবি ক্রিমিনোলজি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের বিএসএস (সম্মান) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ রোববার (১৬ জানুয়ারি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের নবনির্বাচিত ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক ড. মিজানুর রহমান ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান এতে স্বাগত বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. জিয়া রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ক্রিমিনোলজি বিভাগ একটি পরিবারের মতো। যেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ দিয়ে পড়াশুনা করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা তার স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিভাগে আমন্ত্রণ জানান ও ডিপার্টমেন্টের বিদ্যমান সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তাছাড়া বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আদর্শ মানুষ হবার শিক্ষা ও চেতনা নিয়ে পরিবার, সমাজ ও দেশের জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানান।

এইচআর/এইচকে

Link copied