হাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী।
রোববার (১৬ ডিসেম্বর) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি সোমবার (১৮ জানুয়ারি) থেকে ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডিনের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, ডিনের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব হিসেবে বিবেচিত। আমি সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানেটিজ অনুষদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। আশা করছি এক্ষেত্রে আমি সবার সহযোগিতা পাব।
এসএসএইচ