আরও এক বছর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে এম খালেদ ইকবাল

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২২, ০১:০৫ পিএম


আরও এক বছর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে এম খালেদ ইকবাল

দ্বিতীয় মেয়াদে এক বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। 

বুধবার (১৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হলো। এর সঙ্গে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

এএজে/এনএফ

Link copied