ইবির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৪ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ, বি, ও সি- এই তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে 'এ' ইউনিটে ৮৬২ জন, 'বি' ইউনিটে ৪৭৪ জন এবং 'সি' ইউনিটে ৩৬১ জন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে এবং ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি শেষে তিনটি ইউনিটে মোট ১৭৪৫টি আসন খালি রয়েছে। তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.iu.ac.bd/) থেকে জানা যাবে।
রাকিব হোসেন/আরআই