ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, দুটি বাস আটক

Dhaka Post Desk

ঢাকা কলেজ প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬ পিএম


ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর, দুটি বাস আটক

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের দুটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় মিরপুর রোড থেকে বাস দুটি আটক করে নায়েমের গলিতে নিয়ে আসেন তারা।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ভাড়া নিয়ে কথা কাটাকাটি হলে রাজধানীর শ্যামলী এলাকায় শিমুলের ওপর চড়াও হন মৌমিতা বাসের হেলপার।

dhakapost

আহত শিমুলের সঙ্গে থাকা সহপাঠী আরিফ হাসান বলেন, শিমুলকে মারধরের পর সে স্থানীয় পুলিশ বক্সে আশ্রয় নেয়। সে মাথায়, পায়ে ও গলায় আঘাত পেয়েছে। খবর পেয়ে আমি এসে প্রথমে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিটিস্ক্যান করার পর সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন মোহাম্মদপুর থানায় আছি। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আগেও এরকম ঘটনায় আমরা বাস মালিকদের সঙ্গে একাধিকবার স্থানীয় থানা পুলিশ প্রশাসনসহ মিটিং করেছি। বাসে ঢাকা কলেজে শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। শুনেছি ওই শিক্ষার্থী শ্যামলীতে মারধরের শিকার হয়েছে। আমাদের কাছে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। 

আরএইচটি/এমএইচএস

Link copied