ছেলের লেখা বইয়ের মোড়ক উম্মোচন করলেন মা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুলের নতুন বই ‘শয়তান গ্রহ’ এর মোড়ক উম্মোচন করলেন তার মা ফাতেমা বেগম। ছেলের লেখা বইয়ের মোড়ক উম্মোচন করতে পেরে আবেগে কেঁদে ফেলেন মুকুলের মা।
শুক্রবার (১১ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠিকতার মাধ্যমে এ মোড়ক উম্মোচন করা হয়। এ সময় তার মা বলেন মুকুল ছোট বেলা থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করে আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তার লেখা বই উম্মোচন করতে পেরে আমি অনেক খুশি। তার জন্য সকলে দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রওশনুল হক তুষার, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল, বড়গ্রাম আলিম মাদরাসার প্রভাষক মোস্তাক আহমেদ ও মুকুলের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
এ সময় অতিথিরা বলেন, আমাদের এলাকার ছেলে মনিরুল ইসলাম মুকুল বই লিখছে এবং তার বই একুশে বই মেলার মাধ্যমে সারা দেশের মানুষ পড়ছে। এটি অনেক গর্বের বিষয়। আমরা তার মঙ্গল কামনা করি। ভবিষ্যতে বড় লেখক হবে এবং দেশবাসীকে নতুন কিছু উপহার দেবে।
প্রসঙ্গত, ‘শয়তান গ্রহ’ তার লেখা তৃতীয় গ্রন্থ। এর আগে তার লেখা কাব্যগ্রন্থ 'শান্ত মেঘে লুকিয়ে তুই ' (২০২০) ও উপন্যাসিকা 'মৃত্যুর পাণ্ডুলিপি' (২০২১) পাঠক প্রিয়তা অর্জন করে। লেখক মনিরুল ইসলাম মুকুলের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে। বর্তমানে তিনি রংপুরের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত।
শিপন তালুকদার/আরআই