কুবিতে সশরীরে ক্লাশ শুরু ২২ ফেব্রুয়ারি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি

২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পিএম


কুবিতে সশরীরে ক্লাশ শুরু ২২ ফেব্রুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাশ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৭ ফেব্রুয়ারি। রোববার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

অধ্যাপক তাহের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২২ তারিখ থেকেই আমরা সশরীরে ক্লাশ শুরু করব। এ বিষয়ে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলােতে চিঠি দেওয়া হবে।

প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারব।

মহিউদ্দিন মাহি/এসপি

Link copied