করোনা মহামারি থেকে বাঁচতে চান?
করোনা মহামারির রূপ নিয়েছে। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে বিশ্বের ধনী দেশগুলো টিকা নিয়ে কাজ করছে। ইতিমধ্যে একাধিক দেশ টিকা আবিষ্কারে সফলও হয়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও টিকা কার্যক্রম চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারি থেকে বাঁচতে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানা ছাড়া উপায় নেই।
অঙ্কন প্রতিযোগিতা : ছোটদের চোখে করোনা মহামারি
সম্প্রতি ঢাকা পোস্ট ডটকম একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ‘ছোটদের চোখে করোনা মহামারি’ শিরোনামে আয়োজিত এ অঙ্কন প্রতিযোগিতায় অনেকই ছবি পাঠিয়েছে। ছবিগুলো ধাপে ধাপে ছোটদের পোস্টে প্রকাশিত হচ্ছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন - https://www.dhakapost.com/event/drawing-competition