বিএনপি দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের যা অর্জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তা সবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা পুরো পৃথিবী থেকে এই দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কাজেই যত দিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, তারাও তো ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য, জনগণের জন্য কী করেছেন তার সবই জানা। আইয়ুব খানের ভাষণ দিয়ে দেশের উন্নয়ন হয় না। তাদের অবস্থাটাও ছিল তেমন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। ১৯৯১ সালে যখন বিনামূল্যে সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবলে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ, তখন তারা সেটি রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে টাকা দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপন করে দেশকে ডিজিটাল করেছে। আর সে কারণেই খালেদা জিয়া আজ তার পুত্র তারেক জিয়ার সঙ্গে স্কাইপেতে কথা বলেন। সেই বিএনপি এখন শেখ হাসিনাকে হটাতে আন্দোলনের হুমকি দিচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আন্দোলনের চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন করেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।
মতিয়া চৌধুরী বলেন, নতুন বছরের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিয়েছে সরকার। এটা বিশ্বের খুব কম দেশেই আছে। এই নতুন বইয়ের ঘ্রাণেই শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার স্বাদ অনুভব করে।
এর আগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন আরেং ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমুখ।
জাহিদুল খান সৌরভ/আরএআর