হাসপাতালে রোগীর স্বামীকে ছুরিকাঘাত: মামলা-তদন্ত কমিটি

ফরিদপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীর স্বামী মো. রাসেল মিয়াকে (৩৮) ছুরিকাঘাতের ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। আহত রাসেল মিয়ার স্ত্রী হিরা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ ছাড়া ঘটনা তদন্তে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
মামলার আসামিরা হলেন- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, জেনারেল হাসপাতালের নার্স ইলা শিকদার ও নার্সিং সুপারভাইজার জহুরা বেগম। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাসেলের স্ত্রী হিরা বেগম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের দায়িত্বরত নার্স ইলা শিকদারকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে বলেন রাসেল। এ সময় ইলার সঙ্গে রাসেলের বিতণ্ডা হয়। ঘটনার কিছুক্ষণ পর সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ নয়ন ও তার সঙ্গে থাকা আরও দু-তিনজন ব্যক্তি মহিলা ওয়ার্ডের মধ্যে ঢুকে রাসেলের বুকে ছুরিকাঘাত করে চলে যায়। দেবাশীষসহ ওই যুবকদের নার্স ইলা শিকদার ডেকে এনেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, হাসপাতালে ঢুকে রোগীর স্বামীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আবু আহমেদ আবদুল্লাকে এ কমিটির সভাপতি ও ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন ফরিদপুর সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা করিম, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা এবং উপসেবা তত্ত্বাবধায়ক মর্জিনা বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ও ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ছিদ্দীকুর রহমান বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে ঘটনার পর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন লুকিয়ে রয়েছেন। দেবাশীষের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে, ছুরিকাঘাতে আহত রাসেল বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুরে তার (রাসেলের) অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জহির হোসেন/আরআই