জুতার কারখানায় আগুনের ঘটনায় মালিক-অ্যাডমিনের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক ও অ্যাডমিন অফিসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত শাহানারার স্বামী মো. আব্দুল হামিদ বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ ফেবরুয়ারি) বিকেলে আশুলিয়া থানায় এ মামলা করেন।
আসামিরা হলেন- ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজির মালিক মিজানুর রহমান ও অ্যাডমিন অফিসার সিরাজুল ইসলাম। এছাড়াও অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি নামে জুতার কারখানায় প্রায় ৮০ জন শ্রমিক কাজ করেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে কারখানাটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। কারখানায় আগুন নিয়ন্ত্রণের কোনো ধরনের ব্যবস্থা ছিল না। এছাড়া অতিরিক্ত মানুষ বের হওয়ার কোনো গেট ওই কারখানায় ছিল না। আসামিদের অবেহলার কারণে দুর্ঘটনার কবলে পড়ে তিন শ্রকিদের করুণ মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সুমাইয়া আক্তার (১৫), শাহানারা বেগম (৪৫) ও অজ্ঞাত এক পুরুষ।
মামলার বাদী ও নিহত শাহানারার স্বামী মো. আব্দুল হামিদ বলেন, আমি আমার স্ত্রীর মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার স্ত্রীকে যাদের জন্য প্রাণ দিতে হয়েছে, তাদের কঠোর শাস্তি দাবি করছি।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতদের মধ্যে ময়নাতদন্ত শেষে দুই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর অজ্ঞাত পুরুষের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি নামে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে অঙ্গার হয় সুমাইয়া ও শাহানারার স্বপ্ন। তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মাহিদুল মাহিদ/আরএআর