রংপুরে এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রংপুর বিভাগ এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর কালেক্টরেট ব্যাডমিন্টন ইনডোর মাঠে এই আয়োজনে বিভাগের ৮ জেলার মোট ২০টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে ইনডোর চত্বর পরিণত হয় বন্ধুদের মিলন মেলায়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দিনাজপুরের বীরগঞ্জের দল প্রয়াস-৯৭ এবং রানারআপ হয় এলিট উইংস। পরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রংপুর বিভাগ এসএসসি- ৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচ মূলত করোনাকালীন দুর্যোগ মোকাবিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে কাজ শুরু করে। তারা অসহায়দের সহায়তায় কাজ করেন।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর