কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে ৫০০ মানুষকে খাওয়ালেন প্রবাসী

বাড়ি সাজানো হয়েছে বাংলাদেশ-কুয়েতের পতাকা দিয়ে। সঙ্গে রয়েছে ব্যানার-ফেস্টুন আর আলোকসজ্জা। খাসি জবাই করে ৫০০ গ্রামবাসীকে খাওয়ানো হয়েছে বিরিয়ানি।

এমনই কাণ্ড করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামের কাতারপ্রবাসী ময়নাল হোসেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ছিল কুয়েতের ৬১তম জাতীয় দিবস। আর শনিবার (২৬ ফেব্রুয়ারি) ৩১তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে নিজ গ্রামে দুই দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজনে করেন তিনি।

আয়োজক কাতারপ্রবাসী ময়নাল হোসেন বলেন, ২০ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলাম। সেখানে থাকার সময় এই দিনে সবাই মিলে অনেক আনন্দ করেছি। এই বছর ছুটিতে দেশে এসেছি। তাই নিজ জন্মস্থানেই কুয়েতের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করেছি। দুই দিনের অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। ভালোবাসা থেকে এই দিবস পালন করা হয়েছে। আগামী মাসে আমি আবার কুয়েত চলে যাব।
অমিত মজুমদার/এসপি