ডাহুক শিকার করে যুবক গেলেন কারাগারে

লক্ষ্মীপুরে ৭টি ডাহুক পাখি শিকার করায় মো. বাবুল নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি শিকার করেন। পরে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে বাবুলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দালাল বাজার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক জানান, অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, পরিবহন, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম জানান, পাখি শিকার করায় আইন অনুযায়ী বাবুলকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়।
হাসান মাহমুদ শাকিল/এনএ