প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী

বরগুনায় পরকীয়া প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিয়েছেন এক স্ত্রী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার তালতলী উপজেলার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী মোহাম্মদ হাসান ভাড়ায় মোটরসাইকেল চালান। তিনি উপজেলার নিশানবাড়িয়া এলাকার বড় অঙ্কুজান পাড়ার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর পরকীয়ার জের ধরে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে কলহ চলছিল হাসানের। আজ সকালে হাসান তার পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে বিকেলে থানার সামনে একটি চায়ের দোকানে বসে হাসানকে প্রেমিকার সঙ্গে বিয়ে দেন তার স্ত্রী। তাদের বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। প্রথম স্ত্রীর সম্মতিতে এ বিয়ে পড়ান কাজী মোহাম্মদ মহিবুল্লাহ।
মোহাম্মদ হাসান বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। ইচ্ছে করে লোক ডেকে আমাকে ধরিয়ে দিয়েছে প্রেমিকা। পরে উভয় পরিবার এবং প্রথম স্ত্রীর সম্মতিতে আমাদের বিয়ে দেওয়া হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে।
হাসানের প্রথম স্ত্রী বলেন, পরকীয়া নিয়ে আমাদের কলহ লেগেই থাকত। আমার স্বামী যেহেতু তাকে চায়, সেখানে আমার কিছু বলার নেই। আমি স্ব-ইচ্ছায় স্বামীকে তার প্রেমিকার সঙ্গে বিয়ে দিয়েছি।
এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা পরকীয়া প্রেমিকাসহ হাসানকে আটক করে পুলিশকে জানান। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয় পরিবারের সম্মতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।
আরএআর