বাগেরহাটে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা

পদবি পরিবর্তন ও গ্রেড উন্নয়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টা থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি শুরু করেন তারা।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত সব তৃতীয় শ্রেণির কর্মচারী পদবি পরিবর্তন ও বেতনবৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন। এ সময় দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাগেরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হান্নান সেখ, সহসভাপতি জাহাঙ্গীর আলম, শেখ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক দিহিদার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সদস্যরা জেলা প্রশাসনসহ সব প্রশাসনিক দপ্তরের কাজ খুবই গুরুত্বসহকারে করে থাকে। অনেক সময় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা পদবি পরিবর্তন ও বেতনবৈষম্য দূর করার দাবি করে আসছি। প্রধানমন্ত্রীও আমাদের দাবির প্রতি সদয় সম্মতি দিয়েছেন। এর পরও আমাদের পদ-পদবি ও গ্রেড উন্নয়ন করা হচ্ছে না।
এ জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়সহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দপ্তরে কর্মরত সদস্যরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ কর্মবিরতি চালিয়ে যাব।
তানজীম আহমেদ/এনএ