পুলিশকে পিকআপভ্যান কিনে দিলেন সাবেক যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান পুলিশকে একটি নতুন পিকআপ ভ্যান উপহার দিয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানের হাতে পিকআপের চাবি তুলে দেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাজ্জল পাটোয়ারী, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।
জেলা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে বশিকপুর, রামগঞ্জ উপজেলা বর্ডার ও নোয়াখালীর চাটখিল বর্ডার নিয়ে পোদ্দার বাজার পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যুবলীগ নেতা নোমানের অর্থায়নে ও বশিকপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে পিকআপটি ক্যাম্পের জন্য উপহার দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বশিকপুর সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত। ইউনিয়নে সন্ত্রাসদের দাপট রয়েছে। ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীও নিজের নামে সন্ত্রাসী বাহিনী গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। তার বাহিনীর বিরুদ্ধে প্রায়ই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে জড়িয়ে পড়ার জনশ্রুতি রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে পুলিশের কঠোর হস্তক্ষেপে তা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, পোদ্দার বাজারে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় এ ক্যাম্পটির গুরুত্ব অনেক বেশি। এতে পুলিশের অভিযান পরিচালনার সুবিধার জন্য গাড়িটি উপহার হিসেবে দিয়েছি। ইউনিয়নবাসীসহ ক্যাম্পের বাসিন্দারা এর সুফল পাবেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের ক্যাম্পের সদস্যরা কাজ করছে।
হাসান মাহমুদ শাকিল/আরআই