দুই শিশু সন্তানকে মারধরের ভিডিও স্ত্রীর কাছে পাঠাতেন স্বামী

দুই শিশু ঘুমিয়ে আছে। তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করছেন এক ব্যক্তি। শিশু দুটির মায়ের উদ্দেশ্যে গালিগালাজ করছেন এবং শিশু দুটিকে ফাঁসি দেওয়ার হুমকিও দিচ্ছেন। এমন একটি ভিডিও বৃহস্পতিবার (০৩ মার্চ ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু দুটোকে মারধর করা ওই ব্যাক্তি তাদের বাবা মো. আল আমিন (৩২)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের শ্রীনিধি গ্রামের মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আল আমিন মাদকাসক্ত। তার স্ত্রী প্রবাসে থাকেন।
চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিরিনা আক্তার ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তবে আল আমিনের স্ত্রী কোন দেশে থাকেন এবং তার নাম কী তা জানাতে পারেননি তিনি।
শিরিনা আক্তার জানান, ৯ মাস আগে শিশু দুটির মা জীবিকার তাগিদে প্রবাসে যান। শিশু দুটির বাবা আল আমিন ইয়াবাসহ অন্যান্য মাদক সেবন করেন নিয়মিত। নিয়মিত মাদকের টাকা না পাঠালেই এ রকম মারধর করে স্ত্রীর কাছে ভিডিও পাঠিয়ে টাকা আদায় করেন আল আমিন।
মুহাম্মদ রিফাত স্থানীয় এক বাসিন্দা বলেন, মাদকের টাকার জন্য এভাবে নিজের সন্তানকে মারধর অমানবিক। লোকটি এ রকম ঘৃণিত কাজ কীভাবে করল? এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চান্দেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার বলেন, ঘটনাটি জেনে আমি ওই বাড়িতে গেছি। আল আমিনকে আজ সকাল থেকেই পাওয়া যাচ্ছে না। দুই শিশু সন্তানসহ তিনি পালিয়েছেন। আর ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটা মাস তিনেক আগে আল আমিনের নিজের ফোনেই ধারণ করা। তার স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়ার কৌশল হিসেবে সে এ রকম ভিডিও করতো বলে জেনেছি। গতকাল সে কিংবা তার কাছের কেউ ভিডিওটি ফেসবুকে দিয়েছে। এতদিন এটা আমরা কেউ দেখিনি। সামাজিকভাবে এটা নিয়ে আমরা আলোচনায় বসব।
রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, আল আমিন মাদকাসক্ত। তিনি ইতোমধ্যে পালিয়েছেন। আমরা তাকে খুঁজছি । খুঁজে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাকিবুল ইসলাম/আরএআর