৬ ঘণ্টা পর ঢাকার পথে সুন্দরবন-৯

৬ ঘণ্টা ডুবোচরে আটকে থাকার পর রাত সাড়ে ১১টায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে সুন্দরবন-৯। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেল ৫টা ১৫মিনিটে ঘাট ত্যাগ করার পর থেকে পটুয়াখালী নদীবন্দর এলাকার ডুবোচরে আটকা পড়ে।
সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নদীতে জোয়ার আসায় লঞ্চটি ডুবোচর থেকে ছাড়িয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
প্রসঙ্গত, প্রতি বছর পটুয়াখালী লঞ্চঘাট ও এর আশপাশের এলাকায় কোটি কোটি টাকা খরচ করে বিআইডব্লিউটিএ ড্রেজিং করে। কিন্তু শুষ্ক মৌসুমে প্রায়ই যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকা পড়ে।
মুহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি