সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

সিরাজগঞ্জ সদরে এলাকায় অজ্ঞাত বাসচাপায় রাইজুদ্দিন (৬২) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার (০৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে এবং দুখিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রইজুদ্দিন বাড়ি থেকে কড্ডার মোড় যাচ্ছিলেন। সয়দাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই রাইজুদ্দিন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শুভ কুমার ঘোষ/এসপি