দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ

তেল, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ মার্চ) দুপুর ২টায় নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন এবং মহানগর ছাত্রদলের সহআইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, মাসরুর রাসেল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আফসার শহীদ চৌধুরী সায়েম, ইমাদ আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধা ও গবেষণা সম্পাদক আজমল হোসেন অপু প্রমুখ।
মাসুদ আহমদ রনি/আরআই