যুবলীগ নেতার নেতৃত্বে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হারুন অর রশিদের করা মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান (৩৫), তার সহযোগী সবুজ হোসেন (২০) ও হৃদয় (২০)।
কয়া মহাবিদ্যালয়ের কমিটি নিয়ে কোন্দলের জেরে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
তিনি বলেন, কলেজের কমিটি নিয়ে কোন্দলের জেরে যুবলীগ নেতা আনিসুর রহমানের নেতৃত্বে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১টায় ভাস্কর্য ভাংচুরের সময় ঘটনাটি দেখে ফেলেন কলেজের নৈশ্যপ্রহরী খলিলুর রহমান। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নৈশ্যপ্রহরী খলিলুরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় প্রথমে যুবলীগ নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ঘটনায় জড়িত অপর দুইজন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বাচ্চু নামে আরও একজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্যটির নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলা হয়। শুক্রবার (১৮ ডিসম্বের) সকালে বিষয়টি নজরে আসে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানকে আটক করা হয়।
আরএআর