মেশিনে আটকে প্রাণ গেল পোশাকশ্রমিকের

সাভারের আশুলিয়ায় কাজ করার সময় মেশিনের সঙ্গে আটকে রিপন হোসেন (২৩) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (০৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার তানজিলা টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
রিপন হোসেন কুড়িগ্রাম জেলার শফিকুল ইসলামের ছেলে। তিনি ওই কারখানায় কাটিং সেকশনে হেলপার হিসেবে কাজ করতেন।
সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো রিপন ফ্রেবিক্স (কাপড়) কাটার কাজ করছিল। এ সময় হঠাৎ করে স্লেটিং মেশিনের সঙ্গে রিপনের গলা আটকে যায়। এতে তিনি শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাহিদুল মাহিদ/এসপি