বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামত শুরু

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে মাদরাসা শিক্ষার্থীদের হাতুড়ির আঘাতে ভাঙচুর বঙ্গবন্ধুর সেই ক্ষতিগ্রস্ত ভাস্কর্যের মেরামত কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে এ মেরামত কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যটির মেরামত কাজ শুরু করা হয়েছে। ভাস্কর্যে কোনো ত্রুটি থাকলে সে ভাস্কর্য নেবে না পৌর কর্তৃপক্ষ। প্রয়োজন হলে আবার নতুন করে বসাতে হবে।
ভাস্কর্য মেরামতের কাজ করছেন ভাস্কর মাহবুব জামাল শামীম। তিনি বলেন, আগামী ৪-৫দিনের মধ্যে বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামতের কাজ সম্পন্ন হবে।
সরেজমিনে দেখা যায়, চারদিকে চটের বস্তা (পাটের বস্তা) দিয়ে পর্দা তৈরি করে ভাস্কর মাহবুব জামাল শামীম নিজ হাতে ভাস্কর্য মেরামতের কাজ করছেন। তিনি কখনও ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন আবার কখনো ছোট ছোট যন্ত্রপাতি দিয়ে আলতো করে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করছেন।
কাজের ফাঁকে মাহবুব জামাল শামীম বলেন, চেষ্টা করে দেখি ঠিক করতে পারি কিনা। ক্ষতিগ্রস্ত জায়গা সমান করে সিমেন্ট ও পাথর লাগিয়ে আবার আগের মতো করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ফেব্রুয়ারিতে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া পৌরসভা। সে অনুযায়ী দরপত্রের মাধ্যমে ৩০ লাখ টাকার এই কাজ পেয়েছি আমি। অক্টোবর মাসের শেষের দিকে স্থান বুঝিয়ে দেয়া হয়।
১৩ নভেম্বর শুরু হয় বঙ্গবন্ধুর প্রথম ভাস্কর্য ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি বসানোর কাজ। মহান বিজয় দিবসে এটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটে যায়।
ভাস্কর্য স্থাপন কাজের শেষের দিকে ৫ ডিসেম্বর রাতের আঁধারে হাতুড়ি দিয়ে এটি ভেঙে ক্ষতি করা হয়। ক্ষতিগ্রস্ত ভাস্কর্য ওই অবস্থায় রেখে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিকৃতি স্থাপন করা হয়। আগামী সপ্তাহে শুরু হবে তৃতীয় ভাস্কর্য স্থাপনের কাজ। এটিতে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের সময়ের প্রতিকৃতি থাকবে।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতার দুই মাদরাসা শিক্ষক এবং দুই শিক্ষার্থী অপরাধের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এসপি