সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জ শহরে ট্রাকের ধাক্কায় রাসেল মিয়া (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে রাত পৌনে ৯ টার দিকে ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে। নিহত রাসেল মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চালক শফিকুল ইসলামের মোটরসাইকেলে চড়ে সুনামগঞ্জ শহরে আসছিলেন রাসেল মিয়া। রাত পৌনে ৯টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের রাসলকে বহনকারী চলন্ত মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে যাত্রী ও চালক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আরোহী রাসেলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। আমরা খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাইদুর রহমান আসাদ/আইএসএইচ