বীর মুক্তিযোদ্ধাকে কিলঘুষি, ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালাগালি এবং কিলঘুষি মারার মামলায় খাইরুল ইসলাম রানা (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত পৌনে ১টার দিকে তাকে শহরের পুরান থানা এলাকা থেকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।
এর আগে গত বুধবার (৯ মার্চ) রাতে ব্যবসায়ী ইরুল ইসলাম রানাকে একমাত্র আসামি করে মামলাটি করেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন। তিনি শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি জেলার তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে। তিনি ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার (৮ মার্চ) সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট সংলগ্ন লিটল ফ্রেন্ডস কিন্ডার গার্ডেন স্কুলের সামনে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনকে অকথ্য ভাষায় গালাগালি এবং কিল ঘুষি মারেন রানা। এ সময় বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন খাইরুল ইসলাম রানা। পরে তার সাথে ধস্তাধস্তি করে রক্ষা পান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন।
এ ঘটনায় পরে তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় এসে খাইরুল ইসলাম রানাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। পরে বৃহস্পতিবার (১০ মার্চ) রাত পৌনে ১টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে শহরের পুরানথানা এলাকা থেকে আসামি রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসকে রাসেল/আরআই