পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে ডুবে টাপুর ও টুপুর (১০) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইসহাক শেখের পাড়ার হোসেন শেখের মেয়ে। তারা স্থানীয় মুন স্টার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কন্যা শিশুর মা-বাবা আলাদা থাকেন। শিশু দুটি নানির কাছে থাকত। দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে তারা গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিল না। নানি তাদেরকে দেখতি না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির অদূরে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, যমজ শিশু দুটি পুকুরে ডুবে যাওয়ার খবর শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
মীর সামসুজ্জামান/আরএআর