সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে মঙ্গলবার (২২ মার্চ) ভোর থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
জেলা প্রশাসক এম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন, বিআরটিএর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম বলেন, আমরা ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে আমরা এ কর্মসূচি স্থগিত করেছি।
তিনি বলেন, আমাদের চারটি দাবির মধ্যে তাৎক্ষণিকভাবে দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। আরও দুটি দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছি।
মাসুদ আহমদ রনি/এসকেডি