কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, মা-ছেলে গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ এনে নকলা থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে আব্দুর রহিম (১৮) ও তার মা সাজেদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা ও ধর্ষিতা কিশোরী সূত্রে জানা গেছে, আব্দুর রহিম কয়েক মাস থেকে বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে ধর্ষণের কারণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ছেলেসন্তান জন্মের পর মারা যায়।
এরপর ওই কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক আব্দুর রহিম ও তার মায়ের বিরুদ্ধে নকলা থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রহিম ও তার মাকে গ্রেপ্তার করে পুলিশ।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার কিশোরীর সন্তানটি মারা যাওয়ার পর এলাকাবাসীর কাছে প্রশ্নের জন্ম দেয়। কারণ মেয়েটি ছিল অবিবাহিত।
এরপর খবর পেয়ে নকলা থানার পুলিশ কবর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদুল খান সৌরভ/এমএসআর