অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কলমার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীম গোলাপগঞ্জের পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
অটোরিকশাচালক ইব্রাহিম বলেন, আমি চারাবাগ থেকে তাকে (মীম) কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া আসলে তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাবজোন ক্লিনিকে নিই। তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাহিদুল মাহিদ/আরএআর