সিরাজগঞ্জে বিড়ি কারখানায় আগুন, কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জে কিসমত বিড়ি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৫ মার্চ) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জের দুটি ও কামারখন্দের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুভ কুমার ঘোষ/এসপি