শজনেগাছ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শজনে ডাঁটা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শেখ সাদী (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে সদর ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখা সাদী বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের মৃত মোতালেবের ছেলে। তিনি সোনাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে শজনেগাছে উঠে শজনে ডাঁটা পাড়ার সময় ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর বিশ্বাস বলেন, প্রধান শিক্ষক শেখ সাদী আজ সকালে তিনি শজনে পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মীর সামসুজ্জামান/এনএ